ধুনটে পুকুরের পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু




ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পুকুরে ডুবে শাহারা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার ৫ অক্টোবর সকালে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা সাহারা খাতুন বয়সের ভাড়ে অনেক আগেই মানসিক ভারসাম্য হারিয়েছেন। মাঝে মধ্যেই তিনি কোথাও গেলে আর একা নিজ বাড়িতে ফিরতে পারতেন না। অনেক খোজাখুজি করে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসতেন। শনিবার ৪ অক্টোবর পরিবারের সবার অগোচরে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাননি। পরদিন নিখোঁজের ১৪ ঘন্টা পরে প্রতিবেশীরা বাড়ির পাশে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post