অতসী মন্ডল, শ্যামপুর, হাওড়া: পরিবেশ সচেতনতার অনন্য বার্তা ছড়িয়ে দিতে এ বছরের দুর্গোৎসবের মূল বিষয় “জলাভূমি সংরক্ষণ”। জীব বৈচিত্রে বাস্তুতন্ত্রে জলাভূমির গুরুত্ব বোঝাতে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় এর এই ভাবনা মাধবপুর পূজা প্রাঙ্গনে ফুটিয়ে তোলা হয়। লতায় পাতায় রোগ মুক্তি যে আমাদের প্রাচীন সংস্কৃতি সে বিষয়ে জন সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শনীর জন্য ভেষজ গাছ দেওয়া হয় ।
পাশাপাশি, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাবরই অগ্রণী ভূমিকা নিয়ে আসা বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পরিবার এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। শুধু পরিবেশ নয়, নরনারায়ণের মঙ্গলকার্যেও তারা অংশ গ্রহণ করেন, যা দুর্গোৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে শ্যামপুরের মাধবপুর স্কুল লাইব্রেরি প্রাঙ্গণে দুর্গোৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মহীতোষ গায়েন (ইতিহাস গবেষক ও ভাইস প্রিন্সিপাল, সিটি কলেজ, কলকাতা)। এদিন আরও উপস্থিত ছিলেন—
ড. সর্বজিৎ যশ ( স্বর্ণপদকপ্রাপ্ত ইতিহাস গবেষক ও অধ্যাপক, বর্ধমান বিশ্ববিদ্যালয়)
শ্রী দীপক কুমার মৃধা (প্রাক্তন WBCS অফিসার ও স্বর্ণপদকপ্রাপ্ত সাহিত্যিক)
শ্রী রাজদূত সামন্ত (প্রধান শিক্ষক, সমাজসেবক ও পরিবেশকর্মী)
ড. অর্নব দত্ত (ইতিহাস গবেষক ও যুগ্ন সম্পাদক বঙ্গভূমি সাহিত্য পত্রিকা))
ড. সহদেব মণ্ডল (কবি, সাহিত্যিক ও যুগ্ন সম্পাদক, বঙ্গভূমি সাহিত্য পত্রিকা)
শ্রীমতী কেয়া চক্রবর্তী ( বিশিষ্ট বাচিক শিল্পী ও সমাজসেবী)
শ্রী তন্ময় সাঁতরা (বিশিষ্ট চিত্র শিল্পী ও লিটিলহার্ট স্কুলের কর্ণধার)
শ্রী দীপঙ্কর পালিত (কবি, সাহিত্যিক ও পরিবেশকর্মী)
শ্রীমতী যোগমায়া মণ্ডল (শিক্ষিকা, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়)।
উদ্বোধনী দিনে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা, রান্নার প্রতিযোগিতা ও হাতের কাজের প্রদর্শনীর বিচার, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান, বস্ত্র বিতরণ সবকিছুই পরিচালনা করে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পরিবার। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে তারা মাধবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে সম্মান জানিয়ে প্রদান করে “বঙ্গভূমি সাহিত্য পত্রিকা শারদ সম্মান।
বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ার প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন,
“পরিবেশ রক্ষার চাবিকাঠি হলো জলাভূমি সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”