নিয়ামুল ইসলাম ধুনট, বগুড়াঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপ কর্তৃক নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে ব্যাংকের সেবার মান ও অভ্যন্তরীণ শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে - এমন অভিযোগ তুলে বগুড়ার ধুনটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ধুনট উপজেলার ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রভাষক আতাউর রহমান, আব্দুল্লাহেল বাকী, মুজাহিদুল ইসলাম মিঠু, তরিকুল ইসলাম, আবুল কাসেম, গোলাম ফারুক, লিটন মিয়া ও সজিব আহমেদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ গ্রহণের পর গত কয়েক বছরে ব্যাংকটিতে অদক্ষ, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত প্রায় ৮,৩৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অনেকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষার মাধ্যমে নয়, বরং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন।
ব্যাংকের পক্ষ থেকে দক্ষতা যাচাইয়ে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হলে প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা তাতে অংশ নিতে অস্বীকৃতি জানান। বরং তারা সংবাদ সম্মেলন, সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং হুমকি-ধামকির মাধ্যমে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপের ছত্রচ্ছায়ায় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করছেন, সহকর্মীদের হয়রানি করছেন এবং নিজেদের ইচ্ছামতো পোস্টিং আদায় করছেন। কেউ তাদের অনিয়মের প্রতিবাদ করলে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চাকরির হুমকি সৃষ্টি করা হচ্ছে। এতে ব্যাংকের অনেক শাখা ব্যবস্থাপক ও জোনাল হেড আতঙ্কে রয়েছেন।
Tags
সারাদেশ