ধুনটে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা





নিয়ামুল ইসলাম , ধুনট, বগুড়া:
বগুড়ার ধুনটে মা ইলিশ সংরক্ষণ অভিযানে এক ব্যাক্তিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। 

শনিবার ৪ অক্টোবর সন্ধ্যায় পৌরসভাস্থ ধুনট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান,  মা ইলিশ সংরক্ষণ অভিযান থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন চলমান থাকবে। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। আজ ধুনট বাজারে ইলিশ মাছ বিক্রয়ের অপরাধে এক ব্যক্তিকে । অর্থদণ্ড প্রদানসহ আনুমানিক ২২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post