নিয়ামুল ইসলামঃ বগুড়ার ধুনটে মানিকপোটল দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী সাঃ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে মানিকপোটল মাদ্রাসা মসজিদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকপোটল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপোটল দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামী বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইউনুস আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।