উলিপুরের সনাতনী সম্প্রদায়ের দুর্গা উৎসব উপলক্ষে জাপার প্রার্থীর শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান



উলিপুর প্রতিনিধি:
মঙ্গলবার ৩০ শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত উলিপুর উপজেলার গরীব দু:খী মেহনতী মানুষের কন্ঠস্বর কুড়িগ্রাম-২৭ উলিপুর-৩ জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক জননেতা আব্দুস সোবহান সনাতন ধর্মালম্বীর সর্ব বৃহৎ শারদীয় দূর্গা উৎসব পরিদর্শনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা মন্দিরগুলো  পরিদর্শন করেন।উপজেলার বজরা,তবকপুর,গুনাইগাছ ইউনিয়নের প্রায় ২০ টি দূর্গা মন্দির পরিদর্শন করেন।শেনপাড়া দূর্গা মন্দির,কাঠালবাড়ী দূর্গা মন্দির,দাসপাড়া দুর্গামন্দির,রামধন দূর্গা মন্দির,বামনছড়া দূর্গা মন্দির,তেতুলতলা দূর্গা মন্দির সহ প্রায় বিশটি দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ২০ টি মন্দিরে ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক জননেতা আব্দুস সোবহান।
এছাড়াও কয়েকটি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের আকর্ষণী অনুষ্ঠান আরতি উপভোগ করেন।শীতল পাটি দূর্গা মন্দিরে শিশু পুস্প রানীর আরতি দেখে আব্দুস সোবহান মুগ্ধ হয়ে ৫০০ টাকা পুরুস্কার প্রদান করেন।এসময় তার সফর সঙ্গী হিসেবে উলিপুর উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।

Post a Comment

Previous Post Next Post