ধুনটে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ ‎বগুড়ার ধুনট উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‎সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়।                   

উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মেহেদী হাসান সজল।      
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবু হাসনাত রেজানুর শাকিল, ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম (বাচ্চু) ধুনট মহিলা ডিগ্রি কলেজর সভাপতি  ইঞ্জিনিয়ার আল-আমিন'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ এম,এম, সুমনুল হক বলেন যমুনা ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে এলাকার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। রোগ নির্ণয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে এটি ধুনটবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও তারা আশা প্রকাশ করেন।
‎উল্লেখ্য, ডায়াগনস্টিক সেন্টারটিতে রক্ত, ইউরিন, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকছে।

Post a Comment

Previous Post Next Post