ছবিঃ অর্ণব সাহা ও মিসেস সাহা |
সংসারের সংসারের সুখ-শান্তি অনেকাংশেই নির্ভর করে স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ওপর। তবে সংসারের বড় দায়িত্বটা যেন সবসময় স্ত্রীর কাঁধেই বেশি থাকে। তাই আজ একটু ভিন্নভাবে প্রকাশ করতে পারেন কৃতজ্ঞতা- কারণ আজই ‘স্ত্রীর প্রশংসা দিবস’।
বিশ্বজুড়ে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার দিনটি উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে ২০০৬ সালে প্রথম এই দিবসের সূচনা হয়, পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। যদিও দিবসটির ইতিহাস খুব বেশি জানা যায় না, তবে এর উদ্দেশ্য একটাই- স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো।
কেন স্ত্রীর প্রশংসা করবেন?
বিয়ের বয়স হোক এক বছর কিংবা অর্ধশতক, স্ত্রীকে সময়মতো সম্মান দেওয়া এবং প্রশংসা করা অত্যন্ত জরুরি। এতে তিনি উপলব্ধি করেন, সংসারে তার অবদান ও গুরুত্ব কতখানি। অনেক সময় একটি সাধারণ প্রশংসার বাক্যই তাকে দিনভর আনন্দে ভরিয়ে দিতে পারে।
কীভাবে উদযাপন করবেন এই দিন?
একটু উপহার দিন: ফুলের তোড়া, পছন্দের কোনো সামগ্রী বা নতুন নকশার গহনা হতে পারে ছোট্ট সারপ্রাইজ।
একসঙ্গে সময় কাটান: বাইরে খেতে যাওয়া বা কোথাও ঘুরে আসা দিনটিকে করে তুলতে পারে স্মরণীয়।
সহযোগিতা করুন গৃহকর্মে: রান্না বা ঘরের অন্য কোনো কাজে সাহায্য করলে তিনি বুঝবেন আপনি শুধু দায়িত্ব ভাগ করে নিচ্ছেন না, তাকে সম্মানও করছেন।
প্রশংসা জানান প্রতিদিন: সকালে উঠে একটি ছোট বাক্য, যেমন- ‘আজ তোমাকে দারুণ লাগছে’-হতে পারে সবচেয়ে সুন্দর উপহার।
কবি নজরুল বলেছিলেন- ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ সংসার টিকে থাকে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায়। তবে আজকের দিনটি বিশেষভাবে স্ত্রীকে উৎসর্গ করার দিন।
প্রশংসা শুধু সম্পর্ককে মজবুতই করে না, দাম্পত্য জীবনে যোগ করে বাড়তি ভালোবাসা ও সম্মান। তাই আজই সুযোগ, নিজের প্রিয় মানুষটিকে বলুন-‘তুমি আমার জীবনের সেরা সঙ্গী।’
Tags
সারাদেশ