ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্বনামধন্য সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একজনের ধারণ করা মাদক সেবনের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা মেলে ৪ যুবক স্কুলের সিঁড়ির নিচে বসে ইয়াবা সেবনের দৃশ্য।
জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালি সোনাহাটাপাড়া এলাকার আমিনুল মন্ডলের ছেলে শহিদ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে মাদক মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন। জেল থেকে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে সরুগ্রাম এলাকায় মাদক বিক্রি করতে এসে স্থানীয় ৩ জন যুবককে সাথে নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রকাশ্যে মাদক সেবন করে। পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই মাদকসেবীরা সেখান থেকে সটকে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, উপজেলার মধ্যে এই এলাকা মাদকের রেড জোন। প্রায় সময়ে এখানে বহিরাগতদের দেখা মেলে। এরা সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারিদের সাথে আসে এবং মাদক সেবন করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো মাদকের আখড়া এমন শিরোনামে বেশ কয়েকবার নিউজ হলেও টনক নড়েনি পুলিশের। অথচ মাদকের বিষয়ে জানতে চাইলে পুলিশ তৎপর রয়েছে বলে মন্তব্য করে। অভিযোগ রয়েছে স্বপ্রণোদিত হয়ে প্রশাসন কখনও এগুলোর বিরুদ্ধে অভিযান চালায় না। এমনকি পুলিশই মাদক কারবারিদের থেকে মাসোয়ারা পান। এর আগেও সরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের উপর থেকে গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে ছোট ছোট শিক্ষার্থীরা। সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ে মাদকের এমন ঘটনা আজ নতুন নয় বলে জানা গেছে।
সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, এর আগেও প্রতিষ্ঠানের ভিতরে মাদকসেবীদের আনাগোনা হতো। সেগুলো স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করেছি। তবে ভিডিও সংক্রান্ত বিষয়ে আমি অবগত নই।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
Tags
সারাদেশ