রাজারহাটে ওসি নাজমুল আলমের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

‎রাজারহাটে বৃহস্পতিবার বিকেল ৪:০০টায় পুরাতন সোনালী ব্যাংক মোড়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে বিভিন্ন পেশাজীবি সংগঠন মানব বন্ধন করেন।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম গত দুই মাস আগে রাজারহাট থানায় যোগদান করেন।তার থানায় যোগদানের পরে থেকে রাজারহাট থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট  জমদূত হয়ে হাজির হন।গত দুই মাসে সমগ্র উপজেলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে ৭০ ভাগ সফল হন।এছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও হাট বাজারে এবং ইউনিয়ন পরিষদের হল রুমে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ মানুষের সাথে সভা সেমিনার করে অপরাধমূলক কর্মকাণ্ডে থেকে নিজেদের বিরত রাখার জন্য পরামর্শ দিয়ে আসছিলেন।প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজের খুতবার পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত মুসল্লীদের আহবান জানান।

‎বিগত দুইমাসে তার সামাজিক কর্মকান্ডে উপজেলার সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় পুলিশ অফিসার হয়ে উঠেন।কিন্তু হঠাৎ কোন কারণ ছাড়া অদৃশ্য শক্তির প্রভাবে বৃহস্পতিবার সকালে রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিমের ফেসবুক আইডি থেকে তার বদলির বিষয় টি পোস্ট করা হয়।

‎তার বদলির বিষয় সংবাদ টি সাধারণ মানুষ জানতে পেরে ক্ষুব্ধ হন।এধরনের একজন ভালো মানুষ কে কোন কারণ ছাড়াই বদলি করায় উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়।রাজারহাট উপজেলার সাধারণ মানুষ তার বদলি মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানান।এরই প্রেক্ষিতে বিকেলে পুরাতন সোনালী ব্যাংক মোড়ে রাজারহাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানব বন্ধন করে ওসি নাজমুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

‎উক্ত মানব বন্ধনে সাইয়াদুর রহমান শাওন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন মো:গুলজার হোসেন,প্রধান শিক্ষক, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয় -মকবুল হোসেন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।সাংবাদিক আনিছুর রহমান লিটন সভাপতি রাজারহাট উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সেকেন্দার আলী লিমন,সাংগঠনিক সম্পাদক রাজারহাট উপজেলা প্রেসক্লাব,প্রলাদ মন্ডল সৈকত,সভাপতি প্রেসক্লাব রাজারহাট,রাশেদুল ইসলাম যুগ্ম সম্পাদক,এনসিপি রাজারহাট,আব্দুল কুদ্দুস সভাপতি রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদল,রুবেল পাটোয়ারী সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজারহাট উপজেলা শাখা। জনাব খোকন মিয়া সাবেক চেয়ারম্যান, রাজারহাট ইউনিয়ন। তোফায়েল আহমেদ সাবেক আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখা। আসাদুজ্জামান আসাদ,সেক্রেটারি, রাজারহাট প্রেসক্লাব। সুজন মিয়া সভাপতি, ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখা। রতন কুমার রায় সদস্য সচিব, পূজা উদযাপন কমিটি রাজারহাট।পরে মানব বন্ধন শেষে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post