অতসী মন্ডল, উলুবেড়িয়া, হাওড়া : পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনায় আকাশ বাতাস মুখরিত, বিহ্বলিত। শিউলি, কাশ আর ভোরে বিন্দু বিন্দু শিশিরে ভেজা ঘাস কবিতা হয়ে কবির কলমে ধরা দিতে চায়। ঠিক এমন অনন্য আবহেই প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত দেওয়াল পত্রিকা ‘নতুন আলো’। প্রকাশিত হলো উলুবেড়িয়া উত্তর চক্র শিক্ষক অফিসে। সুদীর্ঘ ২৩ বছর ধরে যে পত্রিকা শিক্ষার আলো, সৃজনশীলতার জোয়ার আর ভাবনার রঙ ছড়িয়ে আসছে, এবারে তার সঙ্গে যুক্ত হয়েছে এক অসাধারণ সংযোজন— উলুবেড়িয়া ১ এর মাননীয় বিডিও শ্রী এইচ. এম. রিয়াজুল হক ও তাঁর শিক্ষিকা সহধর্মিণীর কলম। তিনি এদিন লেখনী দিয়ে যে অবদান রাখলেন, তা সত্যিই সবার কাছে এক মূল্যবান প্রাপ্তি। এদিনের দেওয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে মাননীয় বিডিও, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের লেখনী পত্রিকায় স্থান পেয়েছে। উদ্বোধনী আসরে ছিলেন অনেক সম্মানীয় অতিথি জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, শিক্ষা কর্মাধ্যক্ষ শুভ্রা দাস,
উলুবেড়িয়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল,এবং মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজন। ‘নতুন আলো’-র পাতায় যেমন প্রতিভা বিকশিত হয়, তেমনই এর মাধ্যমে তৈরি হয় একতার সেতুবন্ধন। এদিনের অনুষ্ঠান তাই কেবল একটি দেওয়ালপত্রিকার প্রকাশ নয়, বরং আগামী প্রজন্মের ভাবনাকে গড়ে তোলার এক মঞ্চ।