নিয়ামুল ইসলাম, ধুনট-বগুড়াঃ ন্যায় ইনসাফ ভিত্তিক ও বৈষম্যবিহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব” নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন শেরপুর -ধুনট আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর উপজেলা জামায়াতের আমীর শেরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিমগাছী সোনাহাটা বাজার এলাকায় এ গণসংযোগ কার্যক্রম শুরু করে বাজারের বিভিন্ন দোকানদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব সেক্রেটারি ও নিমগাছী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতাউর রহমান, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফিরোজ আহম্মেদ, হযরত আলী, নিমগাছী জামায়াতে আমীর মাওলানা মহসীন আলম সহ প্রমুখ।