আগামী ১৪ অক্টোবর ২০২৫ ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম কচি। সম্প্রতি তিনি তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।
ইশতেহারে তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা, উন্নয়ন ও জবাবদিহিতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রতিশ্রুতিগুলো হলো—
★ চুরি প্রতিরোধে নৈশ প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা হবে।
★ জোরপূর্বক লেনদেন বা চাঁদাবাজি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা হবে।
★ সমগ্র বাজারকে সিসিটিভির আওতায় এনে কার্যকর মনিটরিং ব্যবস্থা করা হবে।
★ অলিগলি ও বাজারের প্রতিটি অংশে আলোকসজ্জা নিশ্চিত করা হবে।
★ ব্যবসায়ীদের শালিশ হবে নিরপেক্ষ এবং কোন অনৈতিক লেনদেন সহ্য করা হবে না।
★ ব্যবসায়ীরা যেন কারও দ্বারা অসম্মানিত না হন, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
★ ঋণদান সমিতিগুলো যাতে খারাপ আচরণ না করে, সে বিষয়ে পরিষদ সরাসরি তদারকি করবে।
★ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে এবং একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
★ সকল কর্মকর্তা ব্যবসায়ীদের কাছে জবাবদিহিমূলক হবেন।
★ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে বাইরের ক্রেতাদের আকৃষ্ট করা হবে।
★ প্রতিবছর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সাধারণ সভায় ব্যবসায়ীদের সামনে প্রকাশ করা হবে।
নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় আশরাফুল আলম কচি বলেন,
“আমাকে একবার সুযোগ দিন। সাইকেল মার্কায় ভোট দিয়ে ফুলতলা বাজারকে একটি মডেল ও আদর্শ বাজারে রূপান্তরিত করুন।”