মোঃ মোশারেফ হোসেন
"সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে 'পিস ফ্যসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)' আয়োজন করা হয়। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোরের আরআরএফ রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।
প্রশিক্ষণের মাধ্যমে ডুমুরিয়া পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া সমন্বয়কারি এস.এম রাজু জবেদ, ট্রেনিং অফিসার মো: মনিরুজ্জামান, শারমিন আক্তার লবন্য এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোরের আঞ্চলিক সমন্বয়কারি মো: খোরশেদ আলম।
এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার রাজনৈতিক, ধর্মীয় নেতা ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আবু তাহের।
Tags
খুলনা