ধুনটে মাদক কারবারির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ধুনট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নাহিদুল ইসলাম ফকির ও আজিজুল  নামের দুই মাদক কারাবারির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার ৮ অক্টোবর উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম থানায় এ অভিযোগ দায়ের করে।  নাহিদুল ইসলাম ও আজিজুল একই এলাকার বাবু ফকিরের ছেলে। 

অভিযোগ সুত্রে জানা যায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও ক্রয় বিক্রয় করে আসছে। গ্রামের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নানা ধরনের ক্ষয় ক্ষতি সহ ভয়ভীতি প্রদান করে। গত ৮ অক্টোবর বুধবার সাইফুল ইসলামের ছেলে বজলু সরকার ভোর অনুমান ৪:০০ ঘটিকায় প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে বাড়ীর দক্ষিণ পার্শ্বের কাঁচা রাস্তা দিয়ে হাটাহাটিকালে  নাহিদুল ও আজিজুলকে দেখতে পায় এবং তাহারা কি করিতে মর্মে জিজ্ঞাসা করায় নাহিদুল ও আজিজুল ক্ষিপ্ত হইয়া বজলু সরকারকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। বজলু সরকার গালিগালাজের প্রতিবাদ করায় এলোপাথারীভাবে কিল-ঘুষি মেরে টেনে হেঁচড়ে ওই এলাকার মৃত চান্দুল্লাহ ফকিরের ছেলে আইয়ুব আলীর বাড়ীর বাহির আঙ্গীনায় বজলু সরকারকে নারিকেল গাছের সঙ্গে হাত পা রশি দ্বারা বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পর পর আঘাত করিয়া মারাত্মক জখম করে। পরে আহত বজলুর ডাক-চিৎকার শুনে বাবা সাইফুল এগিয়ে এলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত বজলু সরকারকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত বজলু সরকারের চাচাতো ভাই মৃত লুৎফর রহমানের ছেলে শাহা আলম জানায়, নাহিদুল ইসলাম ফকির ও আজিজুল স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা ২ ভাই নান্দিয়ারপাড়া মাছ বাজার হইতে পশ্চিম দিকে নদীর কিনারে সবজির জমির ভিতর ও উত্তর কান্তনগর (বাঁশহাটা) এলাকার জোড়া বটতলায় মাদক কেনাবেচা করে। 

আহত বজলু সরকারের বাবা সাইফুল ইসলাম জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী নাহিদুল ইসলাম ফকির ও আজিজুল আমার ছেলেকে মারধর করে। আমি আমার ছেলেকে বুধবার ধুনট হাসপাতালে ভর্তি করে থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসি। এবিষয়ে ধুনট থানার এসআই সেলিম জানান, অভিযোগ হাতে পেয়েছি। এর আগেও বিবাদীদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিষয়ে শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post