নিয়ামুল ইসলাম ধুনট, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের পিড়াপাট গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৪ অক্টোবর ) ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর ধুনট এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলনা দবিবুর রহমান, জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফিরোজ আহম্মেদ, ধুনট উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম,নিমগাছী জামায়াতের আমীর মাওলানা মহসীন আলম, হযরত আলী স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত সায়েদ আলী ও তার পরিবার আর্থিক সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সহায়তা প্রদানের সময় আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। এ ধরনের দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা যাবে না। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।