রূপসায় জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল নেতা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধিঃ রূপসায় জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল নেতা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৈহাটি কালীবাড়ি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও খুলনা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, সাবেক ছাত্রনেতা সৈয়দ কামরুজ্জামান নান্টু, মিজানুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম, আকরাম সরদার টুলু, মনির হোসেন, নাজমুল ইসলাম, মনিরুজ্জামান, মল্লিক আবুল কালাম আজাদ, যুবনেতা মাঈনুল হাসান ও শাহ জামান প্রিন্স।

বক্তৃতা করেন মিকাইল হোসেন, বিএনপি নেতা অন্তর হোসেন মাসুম। সাবেক ছাত্রনেতা আলামিন মোড়লের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, নাজমুল হুদা, ইব্রাহিম শেখ, আকরাম শেখ, মাহবুব শেখ, কবির শেখ, বারিক, শাহাবুদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল্লাহ, নৈহাটি শ্রীরামপুর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ শরীফ, ছাত্রনেতা সিয়াম, ইরান, মাহফুজ, রিয়াজ প্রমুখ।

অনুষ্ঠানের নেতৃবৃন্দ আগামী ২১ সেপ্টেম্বর রূপসা বাস স্ট্যান্ড চত্বরে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post