নিজস্ব প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। খুলনা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বঘোষিত জনসংযোগ কর্মসূচির স্থানে বিএনপির আরেক পক্ষ বিক্ষোভ-সমাবেশের ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার বিকেলে পথের বাজার এলাকায় এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এর আগে পারভেজ মল্লিকের কর্মসূচি ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠে। পরে ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অনুসারী, যিনি একই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।
এ বিষয়ে মিন্টু মোল্লা বলেন, বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে আগেই তাঁদের সমাবেশের কর্মসূচি ঘোষণা ছিল। অন্যদিকে পারভেজ মল্লিক দাবি করেন, তাঁর জনসংযোগ মূলত দলের ৩১ দফা প্রচারের অংশ, কিন্তু পরিকল্পিতভাবে সেটি বানচাল করা হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা দেখা দেয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করে।