অভিজিৎ হাজরা, আমতা (হাওড়া)-
গ্রামীণ হাওড়ার আমতা-জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও শতবর্ষী রসপুর বীণাপাণি ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ২১তম রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ২০২৫।
রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ‘খালনা কালীমাতা’ দল ২-০ গোলে পরাজিত করে ‘জয়পুর সাধনা সমিতি’কে চ্যাম্পিয়ন হয়।
রামকৃষ্ণ মন্ডল ছিলেন হাওড়া জেলার বিশিষ্ট সমাজসেবী, প্রশাসক ও স্বাধীনতা সংগ্রামীদের সহযোগী। সমাজ উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্মৃতিকে ধরে রাখতে রসপুর বীণাপাণি ক্লাব ও মন্ডল পরিবার গত দুই দশক ধরে এ টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমচাঁদ রায়, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় অমল দত্ত, থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক নিখিল সামন্ত, সমাজসেবী তপন মন্ডল, ডা. পরিতোষ হাজরাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলার সেরা খেলোয়াড়, সেরা পরিচালকসহ বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সমাজসেবী মুস্তাক আলি মন্ডল।