ভালুকায় তারেক রহমানের নির্দেশে মোর্শেদ আলমের উপহার সামগ্রী বিতরণ




মোঃ বাহার মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পৌর সভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম 

শনিবার সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়। শাড়ী লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহবায়ক  আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন,  আমিনুল ইসলাম পাপ্পু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিকদলের সভাপতি মাহবুব মোল্লা, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী ফজলুল হক প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post