রাজারহাটে জাল সনদে হয়েছেন ডিড রাইটার




রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: 
জাল সনদে রাজারহাট রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক হয়েছেন মোজাম্মেল হক।সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দুই দুইবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে না পারলেও হয়েছেন রাজারহাট সাবরেজিস্টার অফিসের দলিল লেখক। দলিল লেখক মোজাম্মেল হক রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের নাফাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র।
রাজারহাট সাবরেজিস্ট্রার অফিসে সুত্রে জানা গেছে, গত ২০০৬ সনেই দলিল লেখকের লাইসেন্সপ্রাপ্ত হয়েছেন মোজাম্মেল হক।তাহার লাইসেন্স নং ৪৯/০৬

অনুসন্ধানে জানা গেছে,মোজাম্মেল হক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০২-২০০৩ ইং সন সেশনের ছাত্র। সে ২০০৫ সালে প্রথমবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।সেবছরে পরীক্ষার ফলাফলে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়েছেন।পরে ২০০৬ সালে ফেল করা পাঁচ বিষয়ে ফরম পূরন করে এসএসসি অংশগ্রহণ করলেও পুনরায় ফেল করেন মোজাম্মেল হক।


এবিষয়ে মোজাম্মেল হক বলেন তিনি নবম শ্রেণি পাশ দিয়ে নিয়োগপ্রাপ্ত হন এবং পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ লাভ করেন।


কুড়িগ্রাম রেজিস্ট্রার
মো:রুহুল কুদ্দুস বলেন, তাহার লাইসেন্স আমার স্বাক্ষরিত নয়।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post