পারভেজ মল্লিকের পক্ষ থেকে শেখ শাহাজালাল শান্ত’র নেতৃত্বে রূপসায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
খুলনা, ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে খুলনার পূর্ব রূপসা ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এই গণসংযোগ ও প্রচার কার্যক্রমটি আয়োজন করা হয় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষ থেকে।
লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ শাহাজালাল শান্ত। তার নেতৃত্বে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
এসময় লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন যুবদল নেতা শেখ শাহাজাদা আলমগীর, আকরাম শেখ, মঞ্জুরুল ইসলাম জিহাদ, সাদ্দাম হোসেন, সাঈদ শেখ, বুলু শেখ এবং ছাত্রদল নেতা আসিফ ফাইয়াজ, মিরাজুল ইসলাম মিরান, এসএম তুয়াশ, ইমন, অন্তু, হীরা, ইয়ামিন, অথৈ, আলিফসহ আরও অনেকে।
নেতাকর্মীরা জানান, “তারেক রহমানের ৩১ দফা একটি আধুনিক, কল্যাণভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।”
আয়োজকরা জানিয়েছেন, তারেক রহমানের এই রূপরেখা বাস্তবায়নের আহ্বান জনগণের মাঝে পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
No comments