Breaking News

ভালুকার ধীতপুরে বিএনপি নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন




ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার ধীতপুরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ধীতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয়রা অভিযোগ করেন, আরমান মীর ও কৃষকদল নেতা ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, নারী নির্যাতন ও চাঁদাবাজিতে জড়িত। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলাও রয়েছে বলে অভিযোগ উঠে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ওয়াসিকুল ইসলাম বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছে। এমনকি নেতাকর্মীদের কাছেও চাঁদা দাবি করছে। এ অবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন মীর, হাসান, কাজল, সামসু, পলাশসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ওয়াসিকুল ও আরমান মীরের কর্মকাণ্ডে বিএনপির সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

No comments