কুমিল্লায় মসজিদের সামনে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মহরম শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রথমে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে চারটি গুলি তার মাথায় ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মো. অপু অভিযোগ করে বলেন, মহরম এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। অপু বলেন, আমার ভাইকে মাথায় গুলি করে এবং শরীরজুড়ে কুপিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
হাসপাতালে কান্নায় ভেঙে পড়া মহরমের মা বলেন, আমার ছেলের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবুও কেন তাকে এভাবে মেরে ফেলল আমি বুঝি না। জাভেদ, ইমরানসহ কয়েকজনের নাম শুনেছি যারা এ হত্যায় জড়িত। ঘটনার সময় চারপাশে দোকান ভর্তি মানুষ ছিল, কিন্তু কেউ আমার ছেলেকে বাঁচাতে আসেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
No comments