কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে WBCUPA-র শোক
স্টাফ রিপোর্টার:
ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন (WBCUPA)-র ভূতপূর্ব রাজ্য সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণকলি বসু আর নেই। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬২ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন কৃষ্ণকলি বসু। দু’টি কিডনি অকেজো হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালিসিস চলত তাঁর। ওয়েবকুপার জন্মলগ্ন থেকেই তিনি সভাপতি ছিলেন এবং ২০২৫ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে WBCUPA। রাজ্য সহ-সভাপতি মহীতোষ গায়েন এক শোকবার্তায় বলেছেন, “ওয়েবকুপার জন্মলগ্ন থেকেই তিনি সংগঠনের মূল স্তম্ভ ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে আমরা শোকাহত। তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি জানান, ২০১২ সালের ২২ ডিসেম্বরের প্রথম রাজ্য সম্মেলনের আগেই কৃষ্ণকলি বসুর সঙ্গে তাঁর সাংগঠনিক সম্পর্ক গড়ে ওঠে। অসংখ্য মিটিং, মিছিল, পথসভা ও নির্বাচনী প্রচারে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। খবরটি পাওয়ার পর দুপুর থেকেই সংগঠনের নেতাকর্মীরা শোকাভিভূত।
মহীতোষ গায়েন আরও বলেন, “সাংগঠনিক ধারার এক গুরুত্বপূর্ণ প্যাটার্ন আজ থমকে গেল। না ফেরার দেশে ভালো থাকুন দিদি।”
No comments