Breaking News

ভালুকায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন




ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বটটিলা মাজার ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাদীন ইনাম। প্রধান অতিথি ছিলেন পীর আব্দুর রউফ ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), মনিরুল ইসলাম মনির মেম্বার, মোঃ আশরাফুল আলম সরকার, শাহ সূফী সৈয়দ মনির চিশতি, ওয়াসিম আল ক্বাদরী, মাওলানা নজরুল ইসলাম চিশতী, জসীম উদ্দিন আল চিশতী ও মোঃ হেলিম সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন ইমন আহমেদ জজ, সফিকুল ইসলাম খান, পারভেজ ফকির, সোহরাব ভান্ডারীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, ত্যাগ, দয়া ও মানবকল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং নবীজীর দেখানো পথে জীবন গড়ার আহ্বান জানান।

No comments