Breaking News

ধুনটে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু




ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন নাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বরইতলি গ্রামের কামাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়েশা খাতুন নাফির পরিবার ঢাকায় বসবাস করেন। গত শুক্রবার সে মায়ের সাথে ঢাকা থেকে নানা বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে অন্যান্য বাচ্চাদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে সে গোসল করতে যায়। এসময় অন্য বাচ্চারা গোসল শেষে বাড়ি ফিরলেও আয়েশা খাতুন নাফি গোসল করতেই থাকে। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় পুকুরের পাড়ে থাকা একটি বাচ্চা বাড়িতে গিয়ে আয়েশা খাতুন নাফির পানিতে ডুবে যাওয়ার কথা জানানোর পর স্বজনেরা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পায়।

ধুনট থানার এসআই হারুন অর রশিদ সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

No comments