Breaking News

ধুনটে জামায়াতের মেয়র পদপ্রার্থী নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত




ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও ধুনট পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রভাষক আব্দুল করিম এর নেতৃত্বে ১২ সেপ্টেম্বর  শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থল ঝাড়ু দেওয়া ও আবর্জনা, খাল ও রাস্তার পাশে গাছের আগাছা  অপসারণ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


নেতৃত্বদানকারী ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল করিম বলেন, “পৌরবাসীর স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে মানুষ সুস্থ থাকবে, পরিবেশও সুন্দর হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই এমন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। 


কর্মসূচিতে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments