রূপসায় ইউপি সদস্যদের অভিযোগ, ভিজিডি কার্ডে চরম অনিয়ম
সব্যসাচী দাশঃ
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত কয়েকজন সদস্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তারা।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫-২৬ মেয়াদের ভিজিডি কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্থানীয় চেয়ারম্যান ও সচিব প্রাথমিক তালিকা প্রস্তুত না করে নিজেরাই তালিকা তৈরি করছেন। এতে প্রকৃত অসহায়দের নাম বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান তাদের কাছ থেকে তালিকা জমা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সদস্যরা আরও জানান, নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরির কথা থাকলেও তা মানা হচ্ছে না। এর ফলে প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়সংগততা প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ অবস্থায় ভিজিডি কার্ড পুনঃতালিকা ও সুষ্ঠু প্রক্রিয়ায় বিতরণের দাবি জানিয়েছেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন।
অভিযোগে স্বাক্ষর করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন শাকিল, শফিকুল ইসলাম, সাহেব আলী শেখ, মাওলানা আবু সালেহ, দিবাংশু মালাকার, সজল কুমার মন্ডল, বৈরাগী, কাজী আব্দুল কুদ্দুস, আইরিন, স্বপ্না রাণী পাল ও বিনোদিনী পাল।
No comments