Breaking News

কুণাল ঘোষের কটাক্ষে বিতর্কে সোহিনী সরকার



পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের নাম জড়ানো নতুন নয়। এবার সেই আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ গোটা টিমের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তিনি। বিভিন্ন স্থানে প্রচারণায় তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।


তবে এ নিয়েই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন। তিনি সোহিনীর এক বছরের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে লেখেন— “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।”


রাজনৈতিক নেতার এমন মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং অনেকেই এটিকে সোহিনীর প্রতি ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করছেন। তবে এ বিষয়ে এখনো সোহিনী সরকার বা ‘রঘু ডাকাত’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

No comments