ধুনটে হাফিজিয়া মাদ্রাসায় সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




ধুনট,বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী মিয়াপাড়া জামে মসজিদ হাফিজিয়া মাদরাসার উদ্যোগে দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মীর রহমতুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি ইলিয়াস হাসান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মুফতি সাইফুল ইসলাম বিনয়ী, মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মুফতি খোরশেদ আলম, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি শাহাদাৎ হোসাইন, মাওলানা আরিফুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মুফতি ইউসুফ সাহেব, মুফতি ইব্রাহিম সাহেব ও মুফতি শরিফুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আতিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও লেখাপড়ার মানোন্নয়নে প্রতিবছরই এ আয়োজন অব্যাহত থাকবে।

মোট ১২টি মাদরাসা থেকে ২০২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে হৃদরুল কুরআন, হিফজুল কুরআন, হামদ-নাত, আসমাউল হুসনা, বাংলা বক্তৃতা ও ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post