Breaking News

বাগেরহাট চারটি আসন বহালের দাবিতে ফকিরহাটে ৪৮ ঘণ্টার হরতাল চলছে




ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ॥

বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এ সময় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দেন হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সকল দোকানপাট বন্ধ দেখা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া হরতালের প্রথম দিনে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় নীরবতা বিরাজ করে। দূরপাল্লার কোনো পরিবহন চলতে দেখা যায়নি। ফকিরহাট বিশ্বরোড, কাটাখালী চত্ত্বরসহ বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস চলাচল একেবারেই বন্ধ ছিল। তবে গ্রামীণ সড়কগুলোতে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলাচল করেছে। হরতালের কারণে উপজেলা শহরের দোকানপাট বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে কিছু ফার্মেসি খোলা ছিল।

গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে সীমিত আকারে মোটরসাইকেল চলাচল করেছে। স্কুল-কলেজের অফিস খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বিভিন্ন স্থানে ট্রাক, বাঁশ ও কাঠ ফেলে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলোকে চলতে দেওয়া হয়েছে।

এদিকে হরতাল সমর্থন ও চারটি আসন বহালের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গারা, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য এডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ ও ফকিরহাট জামায়াতে ইসলামীর আমীর এবিএম মাওলানা তয়াবুর রহমানসহ অন্যান্যরা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

No comments