বাগেরহাটে মেয়ের ধ/র্ষণ মামলায় পিতা গ্রেপ্তার
মোহাম্মদ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৪ বছর বয়সী মেয়েকে ধ/র্ষণের অভিযোগে আল মাহমুদ শেখ (৪০) নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট চাচা মামুন শেখ (২৮) বাদী হয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মেয়েকে শরীরে মালিশ করার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধ/র্ষণ করেন আল মাহমুদ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন আগে তার মা সংসার ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ঘটনার সময় সে একাই বাড়িতে ছিল।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পাশাপাশি আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে।
No comments