বোয়ালিয়ায় গাছ ও পরিবেশ নিয়ে আলোচনা ও প্রদর্শনী




অতসী মণ্ডল, উলুবেড়িয়া:
মহাপঞ্চমীর পূণ্যলগ্নে প্রকৃতি যখন সেজে উঠেছে আপন মহিমায়, ঠিক সেই সময়ে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বোয়ালিয়ায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। বোয়ালিয়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল অঙ্কন প্রতিযোগিতা, পরিবেশ আলোচনা এবং প্রদর্শনী।

প্রায় ১২০ জন শিশু-কিশোর অংশ নেন অঙ্কন প্রতিযোগিতায়। তাঁদের সৃজনশীল হাতের ছোঁয়ায় ফুটে ওঠে পরিবেশ সচেতনতার নানা রূপ—সবুজ গাছ, নদী, জল বাঁচাও এবং পাখিদের নীড় ফেরানোর বার্তা। প্রতিযোগিতা শেষে শুরু হয় পরিবেশভিত্তিক আলোচনা।

এদিন মঞ্চে বক্তব্য রাখেন পক্ষী বিশেষজ্ঞ সবুজ ধারা, পরিবেশকর্মী সুভ্রদীপ ঘোষ, ইতিহাস গবেষক ড. অর্ণব দত্ত এবং হাটগাছা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ পাল প্রমুখ। তাঁরা পরিবেশ রক্ষার গুরুত্ব, বিশেষত পাখিদের খাদ্য ও বাসস্থান সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। পূজা কমিটির এবারের বিশেষ উদ্যোগ—মাটির খুড়ির প্রতিমা এবং থিম “এবার পূজোর ভিড়ে বাবুই ফিরুক নীড়ে”—দর্শনার্থীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত।

অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুর হাতে ফলের চারাগাছ বিতরণ করা হয়। চারাগাছ বিতরণের সময় আবেগাপ্লুত হয়ে ড. দত্ত বলেন—

“প্রকৃতিকে ভালো না বাসলে মানুষও বাঁচবে না, তাই আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করি।”

চারাগাছ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত এক ক্ষুদে প্রতিযোগী জানায়—

“ফলের গাছ পেয়ে খুব ভালো লাগছে, আমার বাড়িতে ফল হলে পাখিরা আসবে।”

এইদিনের অনুষ্ঠানে উলুবেড়িয়া ১ বি ডি ও অফিস ফলের গাছ দিয়ে সহযোগিতা করেন এবং বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় ভেষজ গাছ প্রদান করে সহায়তা করেছে। পূজা কমিটির সেক্রেটারি প্রদীপ কুমার সামন্ত জানান,

 “সবার সহযোগিতায় ভবিষ্যতেও আমরা গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণে নতুন উদ্যোগ নেব।”

পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত অনুষ্ঠানের সমাপনীতে বলেন,

“আজকের অনুষ্ঠান শুধু সাংস্কৃতিক পরিসরে সীমাবদ্ধ থাকেনি, বরং সকলে মিলে পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”

গ্রামবাসী, দর্শনার্থী ও ক্ষুদেদের সক্রিয় অংশগ্রহণে বোয়ালিয়ার এদিনের অনুষ্ঠান একটি প্রকৃতি-সচেতন এবং অনুপ্রেরণামূলক দিন হিসেবে স্মরণীয় হয়ে উঠল।

Post a Comment

Previous Post Next Post