অতসী মন্ডল,বারাসত: আজ ২৪ সেপ্টেম্বর বুধবার, বিকেল ৩টেয় উত্তর ২৪ পরগনার বারাসত রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হতে চলেছে “তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক সম্মাননা ও শিক্ষক সম্মেলন ২০২৫”। এদিনের অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক থাকছেন ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান ও ওয়েবকুপার রাজ্য সভাপতি মাননীয় অধ্যাপক ব্রাত্য বসু। একই সঙ্গে তিনি সমগ্র কর্মসূচির পৌরহিত্যও করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়েবকুপার রাজ্য কমিটির সহ সভাপতি অধ্যাপক মহীতোষ গায়েন।
শিক্ষা সেলের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক, মাধ্যমিক ও পার্শ্ব শিক্ষক সহ কলেজ অধ্যাপক—শিক্ষক সমাজের সকল সদস্যকেই এই মহতী অনুষ্ঠানে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।