ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর
বাংলাদেশে ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রোববার (৩১ আগস্ট) জানান, অপারেটরদের এখন থেকে মাসিক ভিত্তিতে নেটওয়ার্ক পারফরম্যান্স ও স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হবে।
নতুন নীতিমালায়-
ফোরজির ডাউনলোড স্পিড কমপক্ষে ১০ এমবিপিএস, আপলোড ২ এমবিপিএস।
কলড্রপ হার ২জি নেটওয়ার্কে সর্বোচ্চ ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
কল সেটআপ সাফল্যের হার নেটওয়ার্ক পর্যায়ে ৯৯% এবং জেলা পর্যায়ে ৯৮% থাকতে হবে।
এছাড়া অপারেটরদের মাসভিত্তিক অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইনটিগ্রিটি সূচক জমা দিতে হবে। দুর্বল পারফর্ম করা ৫০টি সেলের তালিকাও আলাদাভাবে দিতে হবে।
ফয়েজ আহমদ জানান, আগে মানদণ্ডগুলো সময়োপযোগী ছিল না। এবার তা আন্তর্জাতিক মান অনুসারে হালনাগাদ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক সেবা উন্নত হবে এবং অপারেটরদের জবাবদিহি বাড়বে, বিশেষ করে গ্রামীণ ও শহরতলির এলাকায়।
No comments