কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?
ষাটের দশকের বলিউডে তখন খোলামেলা পোশাক ছিল সাহসী পদক্ষেপ। খুব কম অভিনেত্রীই সে সময়ে এমন চ্যালেঞ্জ নিতে পারতেন। আর ঠিক তখনই শর্মিলা ঠাকুর ভেঙেছিলেন প্রচলিত ধারা। ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরা এক দৃশ্যে হাজির হয়ে তিনি নাড়িয়ে দিয়েছিলেন দর্শক ও সমালোচক মহলকে।
তবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় অন্য এক দুশ্চিন্তা। এক সাক্ষাৎকারে শর্মিলা জানান, শুটিং শেষ হওয়ার পর ছবির পোস্টার বাজারে আসতেই শাশুড়ির প্রতিক্রিয়ার ভয়ে তিনি অস্থির হয়ে পড়েন। শেষমেশ শ্বশুরবাড়ির আশপাশে থাকা সব পোস্টার ড্রাইভারকে দিয়ে রাতারাতি ছিঁড়ে ফেলতে হয়েছিল।
শর্মিলার ভাষায়- “ভাবিনি এক টুকরো কাপড় এত বিতর্ক তৈরি করবে। তবে আমি দর্শকদের জন্যই এটি করেছি। পরিচালক বলেছিলেন, দর্শক যেমন আমাকে দেখতে চান, সেভাবেই এগোতে হবে। আমি নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেয়েছিলাম এবং মনে করি তা করতে পেরেছিলাম।”
সে সময় তিনি মনসুর আলি খান পাতৌদির সঙ্গে প্রেমে ছিলেন। হবু শাশুড়ির প্রতিক্রিয়া নিয়ে ভয় পেলেও পাতৌদি সাহেব টেলিগ্রামের মাধ্যমে পাশে থাকার আশ্বাস দেন।
শেষ পর্যন্ত অবশ্য শঙ্কা সত্যি হয়নি। শর্মিলা হেসে বলেন- “মা কিছুই বলেননি।
No comments