Breaking News

ধুনটে সেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল




ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিয়াস আহমেদকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার রাত ৯ টার দিকে বগুড়া শহরের কলোনি তাজমা এলাকায় থেকে তাকে আটক করে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পিয়াস ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের ফটিক উদ্দিন মহুরির ছেলে। 

পুলিশ জানায়, বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ঘটনায় দায়েরকৃত মামলার আসামি পিয়াস আহমেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো। শনিবার রাতে বগুড়া শহরের কলোনী তাজমা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, পিয়াস আহমেদের বিরুদ্ধে বহুল আলোচিত ছাত্রলীগ নেতা তাকবির হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হকার রব্বানী হত্যা, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

No comments