Breaking News

ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রোমাঞ্চকর লড়াই





ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় বড়বিলা ইট ভাঁটা খেলার মাঠে জমজমাট উত্তেজনায় মুখরিত হয়।

ম্যাচে ভান্ডারবাড়ী ফুটবল একাদশ ও কাফি ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও ভান্ডারবাড়ী ১গোল দেন। তবে দ্বিতীয়ার্ধে কাফি ফুটবল এর পক্ষে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরায়।

নির্ধারিত সময় শেষের একটু আগে কাফি ফুটবল একাদশ আরো ১ টি গোল করায় ১-০২ গড়ায়। পরে ফাইনালের পথে একধাপ এগিয়ে যায়।

খেলা দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। খেলাপ্রেমীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

No comments