ধুনটে আব্দুল কাদের যেভাবে হয়ে উঠলেন সদস্য থেকে জনবান্ধব চেয়ারম্যান 



নিয়ামুল ইসলাম, ধুনট, বগুড়া:
স্রষ্টা যাঁকে সম্মানিত করেন একদিন তিনি তাঁর প্রাপ্য সম্মান পান। বলছি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জনবান্ধব চেয়ারম্যান আব্দুল কাদেরের কথা। জানবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করা এবং তৃতীয় বারের নির্বাচিত ইউপি সদস্য থেকে প্যানেল চেয়ারম্যান হয়ে ওঠার গল্প। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের সার্বিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন ঘটে। সেই সংকট কালে দীর্ঘদিন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস্ মল্লিক অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারের বিধি মতে আব্দুল কাদের কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 


আব্দুল কাদের স্বল্প সময়ে ক্ষমতা গ্রহণে মথুরাপুর ইউনিয়ন তথা এ জনপদের দৃশ্যমান কতগুলো পরিবর্তন সাধিত হয়। যা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখ্য মথুরাপুর ইউনিয়ন পরিষদকে আধুনিকীকরণের লক্ষ্যে পুরো পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন, ইন্টারনেট সুবিধা ও লাইব্রেরী প্রতিষ্ঠা করেন। জন্মনিবন্ধন ব্যবস্থাকে সহজ ও জনবান্ধন করায় ইতোমধ্যে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সম্মানিত করা হয়েছে।


গ্রাম আদালত পরিচালনা, বাল্য বিবাহ রোধ, গ্রামীণ জনপথের অবকাঠামোগত উন্নয়নে কালভার্ট স্থাপন ও ইটের রাস্তা নির্মাণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধিতে ফুটবল বিতরণ ও যুব সমাজকে সুসংগঠিতকরণ। পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি, জলবদ্ধতা নিরসনে পাইপ ও ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানি ব্যবস্থায় নলকূপ স্থাপন, গ্রামীণ নারীর আত্মকর্মসংস্থান তৈরীর লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, স্বচ্ছতার ভিত্তিতে সরকারি সকল ভাতা ও কার্ড বিতরণ। সব মিলিয়ে যেন প্রশংসার জোয়ারে ভাসছে আব্দুল কাদের। 


এছাড়া গ্রাম আদালত বা বিচার ব্যবস্থাকে ঘুষ ও দুর্নীতিমুক্তকরণ, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, অসুস্থ অস্বচ্ছল দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা, ঐতিহ্যবাহী মথুরাপুর হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারক ও স্থানীয় জনসাধারণকে সহযোগিতা, যানজট নিরসনে ট্রাফিকদের সম্মানী বৃদ্ধি, অগ্নি দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কৃষি বান্ধব অর্থনীতি প্রতিষ্ঠায় উপজেলা কৃষি অফিস ও ইউনিয়ন কৃষি অফিসের সাথে সমন্বয় সাধন। ইতোমধ্যে বহুমুখী গুণাবলির কারণে আব্দুল কাদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সংবর্ধনা প্রদান করেছেন ধুনট উপজেলা প্রশাসন। যা মথুরাপুর ইউনিয়নবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। 


এ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের এর সাথে কথা হলে তিনি বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। জনগণের সার্বিক সহযোগিতায় মথুরাপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলতে চাই। স্বল্প সময়ে যতটুকু অর্জন সব-ই আমার ইউনিয়নের জনগণের দোয়া ও ভালোবাসার প্রতিফলন।

Post a Comment

Previous Post Next Post