‘রঘু ডাকাত’-এর অপেক্ষায় ইধিকা পাল
বাংলাদেশের সিনেমা দিয়েই সিনেমায় যাত্রা শুরু হয়েছিল পশ্চিমবাংলার অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি ‘প্রিয়তমা’ ছিল ব্লকবাস্টার। রাতারাতি দুই বাংলায় নাম ছড়িয়ে পড়ে তাঁর। এরপর চলতি বছরের ঈদে আবারও শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ সিনেমায়। সেটিও ছিল আলোচিত ছবি। তবে এর মাঝেই পশ্চিমবাংলায়ও নিজের অবস্থান শক্ত করেন ইধিকা।
গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় দেখা যায় তাঁকে। ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি কলকাতার বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। টানা তিনটি ছবির সাফল্যে অনেকেই ধরে নিয়েছিলেন– ইধিকা মানেই হিট। কিন্তু সিনেমার দুনিয়ায় তো নিশ্চয়তার জায়গা নেই।
সম্প্রতি পশ্চিমবাংলায় মুক্তি পাওয়া ‘বহুরূপ’ সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করলেও ইধিকা প্রথমবারের মতো ব্যর্থতার স্বাদ পান। মুক্তির আগে ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল, মুক্তির পর দর্শকের সাড়া ততটা মেলেনি।
সমালোচকদের মতে দুর্বল চিত্রনাট্য আর পরিচালনার জন্যই ব্যর্থ হয়েছে ছবিটি। এক সপ্তাহ পার হলেও ছবিটির আয় কোটির ঘরে পৌঁছাতে পারেনি— এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে প্রায় ৮০ লাখ রুপি। তবে এই ব্যর্থতা সাময়িক বলেই মনে করছেন পশ্চিমবাংলার চলচ্চিত্রবোদ্ধারা। কারণ আসছে পূজায় মুক্তি পাচ্ছে ইধিকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’।
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নীল বিদ্রোহের সময়কার এক ঐতিহাসিক গল্প ফুটে উঠবে ছবিটিতে। ডাকাত রঘুর চরিত্রে দেব, আর তাঁর বিপরীতে দেখা যাবে ইধিকাকে।
২০২১ সালে এই সিনেমার ঘোষণা হয়েছিল, মাঝে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সব জল্পনা কাটিয়ে দেব নিশ্চিত করেছেন, এ বছরের দুর্গাপূজায়ই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। ছবির প্রথম লুকেই আলোচনায় এসেছিলেন দেব। কপালে সিঁদুর, মুখে চাদর, চোখে আগুনঝরা দৃষ্টি– দর্শকরা তখন থেকেই অধীর আগ্রহে ছবির অপেক্ষায়। প্রযোজনা সংস্থা এখনও পুরোপুরি লুক প্রকাশ করেনি, তবে জানা গেছে চমকে দেওয়ার মতো আরও কিছু চেহারায় হাজির হবেন দেব।
No comments