জাজিরায় নারীকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ
শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি গয়জদ্দিন আকন কান্দি গ্রামের সিরাজুল মোল্লার স্ত্রী।
শনিবার (৩০ আগস্ট) সকালে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তার পাশে তাকে বেঁধে রাখে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
এ ঘটনার বিশ সেকেন্ডর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় এক নারীকে যুবতী মেয়ে ও নারীকে দড়ি দিয়ে বাঁধছেন রাস্তা পাশে। তার সামনে অনেক লোক জন ছিল।
সাত্তার আকন নামে এক ব্যক্তি এই বেআইনি কাজটির নেতৃত্ব দিয়েছেন। এই কারণে যে তার মালয়েশিয়া প্রবাসী ছেলে মতিউর মোল্লা শতাধিক সহকর্মীর বিপুল পরিমাণ মালোশিয়ান রিংগিত আত্মসাৎ করেছেন।
No comments